Dear visitor, welcome to my nabapharmacy health related personal blog. Take the medicine with the advice of a registered doctor - thank you.

নাপা সিরাপের কাজ ও ব্যবহার | NAPA Syrup - Naba Pharmacy.

Header Ads

নাপা সিরাপের কাজ ও ব্যবহার | NAPA Syrup

 

নাপা সিরাপের কাজ ও ব্যবহার    |   NAPA Syrup

                                  জ্বর ও ব্যথায় নাপা সিরাপ

 

 নাপা সাপোজিটার, ট্যাবলেট, ওরাল সাসপেনশন, সিরাপ, পেডিয়াটিক ড্রপস, আইভি ইনফিউশন

নাপার ব্যথানাশক এবং জ্বর উপশমক গুণাবলীর সাথে কিছুটা প্রদাহবিরোধী কার্যকারিতাও রয়েছে। নাপা (অ্যাসিটামিনোফেন) প্রাথমিকভাবে সিএনএসে কাজ করে বলে মনে করা হয়, ইহা প্রোস্টাগ্ল্যান্ডিন এর সিনথেসিস কে ইনহিবিট করার মাধ্যমে COX-1, COX-2, and COX-3 এনজাইম এর সিনথেসিস কে ইনহিবিট করে। নাপা একটি প্যারা এমিনোফেনল ডেরিভেটিভ, যার ব্যথানাশক এবং জ্বর উপশমক গুণাবলীর সাথে কিছুটা প্রদাহ বিরোধী কার্যকারিতা রয়েছে। নাপা সর্বাপেক্ষা বেশি ব্যবহৃত এবং সর্বাপেক্ষা নিরাপদ ও দ্রূত কার্যকরী ব্যথানাশকদের একটি। এটি অধিক সহনশীল ও এসপিরিনজনিত অনেক পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত।

 

 

 

ব্যবহার

জ্বর, সর্দিজ্বর এবং ইনফ্লুয়েঞ্জা। মাথাব্যথা, দাঁত ব্যথা, কানের ব্যথা, শরীর ব্যথা, স্নায়ু প্রদাহ জনিত ব্যথা, ঋতুস্রাব জনিত ব্যথা এবং মচ্‌কে যাওয়ার ব্যথা। অন্ত্রে ব্যথা, কোমরে ব্যথা, অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, প্রসব-পরবর্তী ব্যথা, ক্যান্সার জনিত দীর্ঘস্থায়ী ব্যথা, প্রদাহ জনিত ব্যথা ও শিশুদের টিকা দেবার পরের জ্বর ও ব্যথা। বাত ও অষ্টিওআর্থাইটিস- এর দরুণ সৃষ্ট ব্যথা ও অস্থিসংযাগ সমূহের অনমনীয়তা।

 

বাণিজ্যিক নাম

নাপা

জেনেরিক

প্যারাসিটামল

ধরণ

সাপোজিটার, ট্যাবলেট, ওরাল সাসপেনশন, সিরাপ, পেডিয়াটিক ড্রপস, আইভি ইনফিউশন

 
নাপা সিরাপের কাজ ও ব্যবহার    |   NAPA Syrup

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম:


ট্যাবলেট: 

  • প্রাপ্ত বয়স্ক : ১-২ টি ট্যাবলেট ৪-৬ ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ ৮ টি ট্যাবলেট।
  •  শিশু (৬-১২ বছর) : আধা থেকে ১টি দিনে ৩-৪ বার ।

সিরাপ এবং সাসপেনশন : 

  • শিশু (৩ মাসের নীচে) : ১০ মি.গ্রা. হিসাবে (জন্ডিস থাকলে ৫ মি.গ্রা. হিসাবে) দিনে ৩-৪ বার।
  •  
  • ৩ মাস - ১ বছরের নীচে : ১/২ থেকে ১ চা চামচ দিনে ৩-৪ বার।
  •  
  • ১-৫ বছর : ১-২ চা চামচ দিনে ৩-৪ বার।
  •  
  • ৬-১২ বছর : ২-৪ চা চামচ দিনে ৩-৪ বার।
  •  
  • প্রাপ্তবয়স্ক: ৪-৮ চা চামচ দিনে ৩-৪ বার।
  •  
  • এক্স আর ট্যাবলেট : ২ টি করে ট্যাবলেট দিনে ৩ বার।
  •  
  • সাপাজেটরি : ১-৫ বছর : ১২৫-২৫০ মি.গ্রা. দিনে ৪ বার।
  •  
  • ৬-১২ বছর বয়সের শিশুদের জন্য : ২৫০-৫০০ মি.গ্রা. দিনে ৪ বার।
  •  
  • প্রাপ্ত বয়স্ক ও ১২ বছরের বেশী বয়সের শিশুদের জন্য : ০.৫-১ গ্রাম দিনে ৪ বার।
  •  
  • পেডিয়াট্রিক ড্রপস্ : শিশু : ৩ মাস বয়স পর্যন্ত : ০.৫ মি.লি. (৪০ মি.গ্রা.), দিনে ৪ বার ।
  •  
  • ৪-১১ মাস বয়স পর্যন্ত : ১ মি.লি. (৮০ মি.গ্রা.), দিনে ৪ বার।
  •  
  • ১-২ বছর বয়স পর্যন্ত : ১.৫ মি.লি. (১২০ মি.গ্রা.), দিনে ৪ বার।
  •  

পার্শ্বপ্রতিক্রিয়া

নাপা সেবনে পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। তবে কোন ক্ষেত্রে হেমাটোলজিক্যাল প্রতিক্রিয়া, অগ্নাশয়ের প্রদাহ, চামড়ায় ফুসকুড়ি ও অন্যান্য অ্যালার্জি দেখা দিতে পারে। 

গর্ভাবস্থাকালীন ব্যবহার:

নাপা গর্ভাবস্থা এবং স্তন্যদানের সমস্ত পর্যায়ে নিরাপদ। (সূত্র)।

 

সূত্র: ঔষধ কোম্পানী ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ওয়েব সাইট

[ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করুন।]

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘Facebook Page”  লাইক দিয়ে রাখুন

 

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে

শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

No comments

Powered by Blogger.