মোনাস ১০- কেন খাবেন, কিভাবে খাবেন | Monas 10
মোনাস ১০-কেন খাবেন, কিভাবে খাবেন | Monas 10
Monas 10 প্রধানত এ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গ নিরাময়ে, মৌসুমী এ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনিয়াল এ্যালার্জিক রাইনাইটিস রোধে উপকারি।
মন্টিলুকাস্ট নিম্নলিখিত ক্ষেত্রে নির্দেশিত-
1) এ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং এ্যাজমার ক্রনিক চিকিৎসায়
2) ব্যায়াম জনিত শ্বাসনালীর সংকোচন ও প্রতিরোধে
3) এ্যালার্জিকর্জি রাইনাইটিস্এর উপসর্গ নির্গ রাময়ে: মৌসুমী এ্যালার্জিকর্জি রাইনাইটিস্এবং পেরিনিয়াল এ্যালার্জিকর্জি রাইনাইটিস্রোধে।
ঔষধের মাত্রা:
প্রাপ্ত বয়স্ক এবং কিশোর (১৫ বছর এবং এর উর্দ্ধে)
-এ্যাজমা এবং এ্যালার্জিকর্জি রাইনাইটিস্: ১০ মিগ্রা দৈনিক ১ বার
-ব্যায়াম জনিত শ্বাসনালীর সংকোচন: ১০ মিগ্রা দৈনিক ১ বার
শিশু(৬ বছর- ১৪ বছর)-
-এ্যাজমা এবং এ্যালার্জিকর্জি রাইনাইটিস্: ৫ মিগ্রা দৈনিক ১ বার
-ব্যায়াম জনিত শ্বাসনালীর সংকোচন: ৫ মিগ্রা দৈনিক ১ বার
শিশু(৬ মাস - ৫ বছর)-
-এ্যাজমা এবং এ্যালার্জিকর্জি রাইনাইটিস্: ৪ মিগ্রা দৈনিক ১ বার
-ব্যায়াম জনিত শ্বাসনালীর সংকোচন: নির্দেশিত নয়
এ্যাজমা এবং এ্যালার্জিকর্জি রাইনাইটিস্এ আক্রান্ত রোগীদের জন্য প্রতিদিন রাতে ১ টি এবং ব্যায়াম জনিত শ্বাসনালীর সংকোচন প্রতিরোধে ব্যায়ামের কমপক্ষে ২ ঘন্টা আগে ১ টি করে ট্যাবলেট সেবন করা উচিত।
সেবনবিধি:
সেবন করার পদ্ধতিঃ মুখে সেবন যোগ্য। মন্টিলুকাস্ট খাবার আগে বা পরে যেকোন সময় খাওয়া যায় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে-
গর্ভবর্তী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। একান্ত প্রয়োজনীয় বিবেচিত হলে গর্ভাবস্থায় মন্টিলুকাস্ট ব্যবহার করা যেতে পারে। মন্টিলুকাস্ট মাতৃদুগ্ধে নিঃসরিত হয়। দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে মন্টিলুকাস্ট সেবনে সাবধানতা অবলম্বন করতে হবে।
সূত্র: medex.com.bd
- ঔষধ কোম্পানী ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ওয়েব সাইট
[ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করুন।]
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘Facebook Page” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments