মাথা ব্যথার ওষুধ টাফনিল যেভাবে খাবেন | TufnilTablet-Eskayef Pharma.
মাথা ব্যথার ওষুধ টাফনিল যেভাবে খাবেন | TufnilTablet-Eskayef Pharma.
Brand Name- Tufnil, Generic Name-Tolfenamic Acid, Therapeutic Class-Neurological
টাফনিল-এর কাজ:
Tufnil Tablet বিশেষভাবে মাইগ্রেন জনিত মাথাব্যথা, পোস্ট-অপারেটিভ ব্যথা, বেদনানাশক ও জ্বরে বেদনানাশক কাজে নির্দেশিত। এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিন্ন ভিন্ন মাত্রা খেতে হয়। অনেক ব্যক্তি এই ঔষধটি মাথা ব্যথা হলে খেয়ে থাকে। তবে, অতিরিক্ত এই ঔষধ সেবনে শারিরীক সমস্যা দেখা দিতে পারে। সে কারণে এই ঔষধ সেবনে সাবধানতা অবলম্বন করতে হবে।
সুতরাং Tufnil Tabletএর কাজ হলো-
-বিশেষভাবে মাইগ্রেন জনিত মাথাব্যথায়।
-পোস্ট-অপারেটিভ ব্যথায় এবং
-বেদনানাশক ও জ্বরে বেদনানাশক হিসেবে ব্যবহার।
Photo Credit: techplanet.today |
টাফনিল ২০০ ট্যাবলেট কিভাবে খেতে হয়?
Tufnil Tablet খাওয়ার পর খেতে হয়। এটি এসিড জাতীয় পদার্থ তাই খাওয়ার অল্প আগে বা খাওয়ার অল্প পরে খেতে হবে।
শুধু মাত্র প্রাপ্তবয়স্ক:
তীব্র মাইগ্রেনের ব্যথা হলেঃ ২০০ মি.গ্রা. প্রথম উপসর্গ প্রদর্শিত হলে, ১-২ ঘন্টা পর আবার পুনরাবৃত্তি হতে পারে।
হালকা থেকে মধ্যম ব্যথায়: ১০০-২০০ মি.গ্রা. দিনে তিনবার।
শিশু:
শিশুদের জন্য সঠিক ডোজ এখনও প্রতিষ্ঠিত হয়নি। টাফনিল শিশুদের খাওয়াবেন না।
টাফনিল এর দাম কত?
টাফনিল ট্যাবলেট এর সম্ভাব্য দাম পিস প্রতি- ১০ টাকা মাত্র।
বিভিন্ন কারনে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন, ঠিক সেভাবে ঐষধ সেবন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশনা অনুসরণ করুন।
ঔষধটি সেবনের পূর্বে এর ব্যবহার বিধি ও পার্শ্বপ্রতিক্রিয়া জেনে এবং রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করুন।
সূত্র: ঔষধ কোম্পানী,
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘Facebook Page” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments