ঔষধের Generic ও Brand নাম চেনা যায় যেভাবে।
ঔষধের Generic ও Brand নাম চেনা যায় যেভাবে।
ঔষধের জেনেরিক এবং ব্র্যান্ড নামের মধ্যে কি পার্থক্য রয়েছে, তা আমরা আজকের পোস্ট থেকে জানতে পারবো। কোম্পানিগত ভাবে ব্র্যান্ড নাম বা মার্কা নাম ভিন্ন হলেও জেনেরিক নাম থেকে বোঝা যায় ঔষধটি কোন ধরনের। এর কার্যকর উপাদান ও কোন রোগের জন্য নির্দেশিত। এর ফলে জেনেরিক দেখেই ঔষধকে বিশ্বব্যাপি একইরুপে চেনা যায়।
ধরুন বাংলাদেশের স্কয়ার ফার্মার তৈরি এজিথ্রোমাইসিন(Azithromycin) এর নাম হলো জিম্যাক্স(Zimax)। আবার রেডিয়্যান্ট কোম্পানীর একই উপাদানে তৈরি ঔষধের নাম হলো একোজ(Acos), এখানে ঔষধটির জেনেরিক নাম হচ্ছে এজিথ্রোমাইসিন(Azithromycin), জিম্যাক্স(Zimax) বা একোজ(Acos) হলো ব্র্যান্ড নাম।
একই ভাবে ভিন্ন ভিন্ন কোম্পানীর তৈরি এজিথ্রোমাইসিন/Azithromycin আলাদা নামে বা আলাদা ব্র্যান্ডে মার্কেটে এসেছে।এটাই হলো জেনেরিক আর ব্র্যান্ড নামের মধ্যে পার্থক্য।
আমাদের দেশের ডাক্তারগন প্রেসক্রিপশনে ঔষুধের ব্র্যান্ড নাম লিখলেও বিশ্বের বেশীরভাগ দেশের ডাক্তারগন প্রেসক্রিপশনে ঔষুধের জেনেরিক নাম লিখে থাকে।
জেনেরিক নাম লেখার সুবিধা হলো রোগী তার ইচ্ছা মতো যেকোন ব্র্যান্ডের ঔষুধ কিনে খেতে পারে। মুলত বাণিজ্যিক দিক বিবেচনা করেই আমাদের দেশে ডাক্তারগন প্রেসক্রিপশনে ঔষুধের জেনেরিক নাম না লিখে সরাসরি ব্র্যান্ড নাম লিখে থাকে। অবশ্য ইদানিং এটা নিয়ে চিন্তাশীলরা খানিকটা সরব হয়ে উঠেছেন।তাদের দাবী প্রেসক্রিপশনে ব্র্যান্ড নাম নয়। জেনেরিক নাম লিখতে হবে।সময়ের প্রেক্ষাপটে যা অত্যন্ত যৌক্তিক দাবী।
চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী ঔষুধের মুল উপাদান অর্থাৎ জেনেরিক ঠিক থাকলে যে কোন ব্যান্ডের ঔষুধ একই। কাজ করবে। তাই সময়ের দাবী ব্র্যান্ড নাম লিখে রোগীকে কোন নির্দিষ্ট কোম্পানীর নিকট জিম্মি না করে প্রেসক্রিপশনে ঔষুধের জেনেরিক নাম লিখতে হবে। যাতে সাধারন মানুষ চিকিৎসা বিজ্ঞানের মূল অবদান গুলোর সম্পূর্ন সুবিধা ভাগ করতে পারে। এজন্য ঔষধের। জেনেরিক নাম ও কাজ সম্পর্কে সকলের কমবেশি ধারনা থাকা প্রয়োজন। আজকের পোষ্টে আমরা একই জেনেরিকের বিভিন্ন কোম্পানির তৈরি ঔষুধের নাম, ধরন, প্যাকিং সাইজ এবং প্রতি পিসের দাম জানার চেষ্টা করবো। (সূত্র)
সূত্র: ঔষধ কোম্পানী ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ওয়েব সাইট
[ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করুন।]
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘Facebook Page” লাইক দিয়ে রাখুন।
No comments