শারীরিকভাবে দূর্বল মানুষেরা যে কারণে খায় সিনকারা সিরাপ | CINKARA SYRUP
সিনকারা সিরাপ-এর উপাদান:
প্রতি ৫ মিলি সিরাপে আছে (জলীয় নির্যাস আকারে)
🥕গাজর ২০০ মিগ্রা
🍈আমলকী
১০০ মিগ্রা,
🥓আগর ৫০
মিগ্রা,
🥜বড়
এলাচ ৫০ মিগ্রা,
🥘ধনিয়া
৫০ মিগ্রা,
🥘নাগরমুথা
৫০ মিগ্রা,
🍡ছোট
এলাচ ৫০ মিগ্রা,
🍲লবঙ্গ
৫০ মিগ্রা,
🍗জটামাংসী
৫০ মিগ্রা,
🥨একাঙ্গি
৫০ মিগ্রা,
🌵দারচিনি
৫০ মিগ্রা,
🌹গোলাপ
৫০ মিগ্রা,
🍱শ্বেত
চন্দন ৫০ মিগ্রা,
🍃তুলসী
৫০ মিগ্রা এবং (শৈলজ) ৫০ মিগ্রা।
সিনকারা সিরাপের উপকারিতা:
নিচে সিনকারা সিরাপের উপকারিতাগুলো উল্লেখ করা হলো-
সাধারণ দুর্বলতা:
সাধারণ দূর্বলতাটা আবার কি? আপনার শরিলে কি মাঝে মাঝেই সাধারণ দুর্বলতা মনে হয়? নানা রকমের টেনশন করায় এবং পুষ্টিকর খাদ্যের অভাবে, বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে, ঘুমের অভাব এবং বেশি ঘুমের ফলে মানুষের শরীর দুর্বল হয়ে পড়ে একেই সাধারণ দুর্বলতা বলা হয়ে থাকে। আবার বড়োসড়ো কোন অসুখের কারণে, যেমন – কিডনি, লিভার, মাংসপেশিতে ইত্যাদি কোন রোগ হলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে তখন কিন্তু আপনাদের কাছে আর কোন উপায় থাকবেনা ডাক্তারের কাছে যাওয়া ছাড়া। শরীর দুর্বল এর জন্য যদি সিনকারা সিরাপ খাওয়ার কথা ভেবে থাকেন তাহলে তার আগে অবশ্যই আপনাকে ভালোভাবে জানতে হবে শরীর দুর্বল হওয়ার কারণ গুলো কি? আমরা যে কারণগুলো বলা হয়েছে সেগুলো যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই সিরাপটি নির্দ্বিধায় খেতে পারবেন।
রোগ আরোগ্যকালীন দুর্বলতা:
রোগ আরোগ্যকালীন দুর্বলতা বলতে বুঝায় শরীরে কোন প্রকার রোগ না থাকার পরেও শরীর থেকে দুর্বলতা দূর হচ্ছেই না, কোন কাজ কাজ করার ইচ্ছা থাকে না। এবং নিয়ম করে চলার পরেও কোনভাবেই দুর্বলতা কমছেই না তখন আপনি অবশ্যই সিনকারা সিরাপের সাহায্য নিতে পারেন আপনার আগের সেই শক্তি ফিরে পেতে। শীত গ্রীস্ম ও বর্ষা বছরের যেকোনো ঋতুতেই এই ওষুধ খেতে পারবেন এটি যে কেউই খেতে পারবে। বয়সের কোন নির্দেশিকা নেই তবে খুব ছোট বাচ্চাদের এই ওষুধ না খাওয়াই ভালো।
স্নায়বিক দুর্বলতা: স্নায়বিক দুর্বলতা খুব সাংঘাতিক রোগ না হলেও এই রোগ থেকে ধীরে ধীরে বড়োসড়ো সাংঘাতিক রোগ হওয়ার সম্ভাবনা আছে। এখন প্রশ্ন হচ্ছে স্নায়বিক দুর্বলতা রোগের লক্ষণ গুলো কি কি, এই রোগ থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় কি? নিচে স্নায়বিক দুর্বলতার লক্ষণগলো উল্লেখ করা হলো-
- কোন বিষয়ে মানসিক সংযোগ করতে না পারা
- কোন কাজ সঠিকভাবে না করতে পারা
- শারীরিক ও মানসিক অবসাদ
- শারীরিক দুর্বলতা
- মাথায় ব্যথা
- মস্তকের সামনে পিছনে ব্যথা করা
- বুক ধড়ফড় করা
- দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি কমে যাওয়া
- পেট ফাঁপা
- মুখের রুচি কমে যাওয়া
- হাত পা ঝিনঝিন করা
- স্মৃতিশক্তি কমে যাওয়া
সাধারণত এসব সমস্যা স্নায়বিক দুর্বলতার কারণে হয়ে থাকে। অন্যথায় অন্য কোন রোগের জন্যও এই সমস্যাগুলো হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে স্নায়বিক দুর্বলতার কারণ এই সমস্যাগুলো হতে পারে।
মেধা ও স্মৃতিশক্তি হ্রাস:
আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যাদের যেকোনো ঘটনা কিংবা কোনো কথা ভুলে যায় মনে থাকে না এবং ছাত্র-ছাত্রীদের পড়াশোনা মনে থাকে না, কেউ কোন দরকারি কথা বললে অনেক সময় সেই কথাগুলো ভুলে যায়। এই ধরনের মানুষের সবাই ভোলা মন বোকা ইত্যাদি বলে থাকে তখন কিন্তু তাদের খারাপ লাগবেই । যাদের মেধা ও স্মৃতিশক্তি কম বা কমে গিয়েছে তারা সিনকারা সিরাপ টি খেতে পারেন, এতে আপনার মেধা ও স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে।
অপুষ্টি: যে সকল মানুষেরা অপুষ্টিতে ভুগছে তারা সকলেই সিনকারা সিরাপ সেবন করতে পারেন। এতে আপনাদের অপুষ্টির কারণে বিভিন্ন সমস্যা গুলি কমে যাবে। অপুষ্টির সমস্যা তে সবথেকে বেশি ভোগেন বয়স্ক মানুষ এবং শিশুরা।
মাতৃদুগ্ধ নিঃসরন হ্রাস: অনেক মায়েদের বুকে পর্যাপ্ত পরিমাণে দুগ্ধ না থাকার কারণে তাদের সন্তানেরা ঠিকঠাকমতো দুগ্ধ পাইনা। সেই সব মায়েদের সিনকারা সিরাপ সেবন করা উচিত কারন সিনকারা সিরাপ দুগ্ধ বৃদ্ধি করতে সাহায্য করে।
পাকস্থলী ও লিভারের দুর্বল: আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কোন কিছু খাবার পর সেই খাবার হজম করতে পারেন না। তারপর গ্যাসটিক পেট ফাঁপা ইত্যাদি সমস্যা দেখা দেয় তার জন্য সিনকারা সিরাপ খেতে পারেন।
রক্তাল্পতা: রক্তাল্পতা কারণে অনেক মা-বোনদের মাসিকের সমস্যা হয়ে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে সিনকারা সিরাপ খেতে পারেন। এবং যাদের দেহে রক্তের প্রবাহ কম বা রক্তচাপ কম তাদের জন্য সিনকারা সিরাপ খুব উপকারী।
অবসাদ: শরীরের ক্লান্তি ভাব, অবসাদ এই ধরনের রোগমুক্তির জন্য সিনকারা সিরাপ ব্যবহার করা হয়ে থাকে।
ভিটামিন এ ও সি এর ঘাটতি:
সিনকারা সিরাপ ভিটামিন এ ও সি এর অভাব দূর করে।
আরও দেখুন-
Sex power বাড়াতে যেভাবে সেবন করবেন ই-ক্যাপ
সিনকারা সিরাপ খাওয়ার নিয়ম:
প্রাপ্ত বয়স্ক:
6 চা চামচ (30 মিলি) দৈনিক 2 বার সেব্য।
অপ্রাপ্ত বয়স্ক: 2 চা চামচ (10 মিলি) দৈনিক 2 বার অথবা রেজিস্টার্ড রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
শিশুদের মেধা ও স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য 6 চা চামচ দৈনিক 2 বার সেবনে অত্যন্ত কার্যকরী ফলাফল পাওয়া যায়।
Ref: starbijay.com, recipegor.com
ঔষধ কোম্পানী ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ওয়েব সাইট।
[ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করুন।]
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘Facebook Page” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments