৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাক্সিন কার্যক্রমের দিকনির্দেশনা।
বাংলাদেশ সরকার ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করেছে। ১১ আগষ্ট ২০২২ তারিখে ১৬ জন শিশুকে, শিশুদের জন্য বিশেষভাবে তৈরী ফাইজার ভ্যাকসিন প্রদানের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। এই শিশুদের প্রায় সবাই স্কুলে/শিক্ষা কেন্দ্রে যায়, তাই অবস্থান ও কৌশলগত ভাবে স্কুলের ন্যায় গণশিক্ষা কার্যক্রম কর্তৃক পরিচালিত শিক্ষা কেন্দ্র হলাে সব চেয়ে গুরুত্ত্বপূর্ণ প্রতিষ্ঠান যা শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহনে বিশেষ ভূমিকা পালন করতে পারে।
শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণে অভিভাবক ও জনসমাজকে সম্পৃক্ত করার ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়/জেলা কার্যালয়ের পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক, ফিল্ড অফিসার, মাস্টার ট্রেইনার, ফিল্ড সুপারভাইজার, কেয়ারটেকার, স্থানীয় কেন্দ্র কমিটির সদস্য এবং গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ।
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘ফেসবুক পেজে” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments