Dear visitor, welcome to my nabapharmacy health related personal blog. Take the medicine with the advice of a registered doctor - thank you.

সকল অপারেশনের স্পেশাল প্যাকেজ- Royal Ultrasound & Hospital. - Naba Pharmacy.

Header Ads

সকল অপারেশনের স্পেশাল প্যাকেজ- Royal Ultrasound & Hospital.

 

সকল অপারেশনের স্পেশাল প্যাকেজ- Royal Ultrasound & Hospita.

সকল অপারেশনের স্পেশাল প্যাকেজ-Royal Ultrasound & Hospita. ROYAL ULTRASOUND & HOSPITAL-রয়্যাল আন্ট্রাসাউন্ড এন্ড হসপিটাল।

খন্দকার মসজিদের দক্ষিণ পার্শ্বে (নার্সারী সংলগ্ন) তাহেরপুর পৌরসভা, বাগমারা, রাজশাহী। সিরিয়ালের জন্য যোগাযোগ নং- 01780-800071, ভাইরেক্টর: 01740-941415, ইনফরমেশন: 01314-200607.

 

 

 

সকল অপারেশনের স্পেশাল প্যাকেজ:

 

Royal Ultrasound & Hospital সকল অপারেশনের স্পেশাল প্যাকেজসমূহ কয়েকটি শর্তে প্রদান করছে।

 

প্যাকেজের শর্তাবলি:

 

১. উক্ত প্যাকেজ ৪ দিনের জন্য, ৪ দিনের বেশি অবস্থান করলে বা অবস্থান করার প্রয়োজন হলে কেবিন ভাড়া ও মেডিসিন খরচ বৃদ্ধি পাবে।

 

২. শিশুর চিকিৎসার প্রয়োজন হলে কনসালটেন্ট ফি, মেডিসিন ও টেস্ট (যদি হয়) খরচ বৃদ্ধি পাবে।

 

৩. সিজারের আগের এবং পরের সকল টেস্টের খরচ প্যাকেজের অন্তর্ভূক্ত নয়।

 

৪. রক্তের প্রয়োজন হলে খরচ বৃদ্ধি পাবে।

 

৫. ডাবল বেডের কেবিন এ ভর্তি হলে ৪ দিনে ৩,০০০ টাকা, সিঙ্গেল বেডের কেবিনে ভর্তি হলে ৪ দিনে ২,০০০ টাকা এবং এসি কেবিনে ভর্তি হলে ৪ দিনে ৫,০০০ টাকা খরচ বৃদ্ধি পাবে।

 

৬. ২য় সিজার হলে ১,০০০ টাকা এবং ৩য় সিজার হলে ১,৫০০ টাকা খরচ বৃদ্ধি পাবে।

 

সকল অপারেশনের স্পেশাল প্যাকেজ- Royal Ultrasound & Hospita.

উল্লেখ্য, রোগী কনসালটেন্টকে চেম্বারে আগে দেখাতে হবে, পূর্বে দেখানো না হলেও যে কোন সময় হাসপাতালের রিসিপশনে যোগাযোগ করে ভর্তি হওয়া যাবে।

 

 আরও দেখুন- 

 রয়্যাল আন্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তারদের নামের তালিকা।

 

রয়্যাল আন্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের অন্যান্য সার্ভিসসমূহ:

 

. ডিজিটাল এক্স-রে

 

. কালার ডপলার আন্ট্রাসাউন্ড

 

. ইসিজি

 

. অত্যাধুনিক প্যাথলজি

 

. দক্ষ মিডওয়াইফ দ্বারা নরমাল ডেলিভারির সুবিধা

 

. সকল অপারেশনের সু-ব্যবস্থা এবং

 

. বিশেষজ্ঞ ডাক্তার প্যানেল কর্তৃক সু-চিকিৎসা প্রদান

 

 (হসপিটালের যে কোন অফার হসপিটাল কর্তৃপক্ষ যে কোন সময় পরিবর্তনের ক্ষমতা রাখে।)

 

তথ্যটি হসপিটালের এই ফেজবুক পেজ থেকে কালেক্টেড।


 

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘Facebook Page”  লাইক দিয়ে রাখুন

 

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে

শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

No comments

Powered by Blogger.