ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স সম্পর্কে একগুচ্ছ প্রশ্নোত্তর।
ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স সম্পর্কে একগুচ্ছ প্রশ্নোত্তর।
ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স করতে আগ্রহীদের জন্য আজ পরিবেশন করা হলো ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স সম্পর্কে একগুচ্ছ প্রশ্নোত্তর। আশা করা যায় -যারা এ কোর্সটি সম্পন্ন করে ফার্মেসী ব্যবসা করতে চাচ্ছেন, তাদের জন্য অনেক হেল্পফুল হবে।
ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স সম্পর্কে একগুচ্ছ প্রশ্নোত্তর নিম্নে দেওয়া হলো।
প্রশ্ন-১. বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল সম্পর্কে সংক্ষেপে জানতে চাই।
বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ফার্মেসী আইন ২০১৩ (বিশেষ বিধান) এর (ফার্মেসী অধ্যাদেশ) ১৯৭৬ ক্ষমতাবলে প্রতিষ্ঠিত।
— বাংলাদেশে ফার্মেসি শিক্ষা ও পেশা নিয়ন্ত্রণের একমাত্র নিয়ন্ত্রক সংস্থা (Regulatory Body)। ১৯৭৬ সালে ফার্মেসি অধ্যাদেশ জারির মাধ্যমে ফার্মেসিকে পেশাগত বিষয় এবং ফার্মাসিষ্টদেরকে পেশাজীবি হিসেবে স্বীকৃতি প্রদান করে।
— বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল গ্রাজুয়েট ফার্মাসিস্ট (গ্রেড এ), ডিপ্লোমা ফার্মাসিস্ট (গ্রেড বি) এবং ফার্মেসি টেকনিশিয়ানদের (গ্রেড সি) পেশাজীবি হিসেবে নিবন্ধন সনদ প্রদানসহ দেশে ফার্মেসি শিক্ষা ও পেশাকে নিয়ন্ত্রণ করে থাকে।
প্রশ্ন-২. বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের অবস্থান কোথায়?
বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল
রাহাত টাওয়ার (৪র্থ তলা)
১৪ লিংকরোড, পশ্চিম বাংলামোটর
ঢাকা — ১০০০, বাংলাদেশ
টেলিফোন: +৮৮—০২—৯৬৩২৭০৩, ৯৬৩২৭৪১
ফ্যাক্স: +৮৮—০২—৯৬৭৬৬০০
ই—মেইল: info@pcb.gov.bd
ওয়েব: www.pcb.gov.bd
প্রশ্ন-৩. বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল অফিস সূচি সম্পর্কে জানতে চাই।
— বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল ছুটির দিন ব্যতিত রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সরকারি সময়সূচি অনুযায়ি খোলা থাকে।
প্রশ্ন-৪. ঔষুধ শিল্পের সাথে সংশ্লিষ্ট পেশাজীবি কারা?
- ঔষুধ শিল্পের সাথে জড়িত পেশাজীবিদের তিনটি শ্রেনীতে বিভক্ত করা হয়েছে।
সেগুলো হলো-
ক. গ্রাজুয়েট ফার্মাসিস্ট (এ গ্রেড)
খ. ডিপ্লোমা ফার্মাসিস্ট (বি গ্রেড)
গ. ফার্মেসি টেকনিশিয়ান (সি গ্রেড)।
প্রশ্ন-৫. গ্রাজুয়েট ফার্মাসিস্ট (এ গ্রেড) কারা?
- বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক অভিস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিষয়ে স্নাতক (বি.র্ফার্ম) ডিগ্রিধারী যে সকল ব্যক্তি বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল থেকে এ ক্যাটাগরিতে নিবন্ধিত হয়েছে তারাই গ্রাজুয়েট ফার্মাসিস্ট ।
- নিবন্ধন সনদপত্র পেতে হলে গ্রাজুয়েট ফার্মাসিস্টদেরকে (এ গ্রেড) বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলে আবেদন করতে হবে।
প্রশ্ন-৬. ডিপ্লোমা ফার্মাসিস্ট (বি গ্রেড) কারা?
- বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক অভিস্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (IHT) হতে ডিপ্লোমা-ইন-ফার্মেসি ডিগ্রিধারী ব্যক্তিদের ডিপ্লোমা ফার্মাসিস্ট (বি গ্রেড) হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।
- নিবন্ধন সনদপত্র পেতে হলে ডিপ্লোমা ফার্মাসিস্টদেরকে (বি গ্রেড) বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলে আবেদন করতে হবে।
- মাধ্যমিক (এসএসসি) বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগ থেকে উর্ত্তীণ যে কেউ ডিপ্লোমা-ইন-ফার্মেসি কোর্স ভর্তি হতে পারে।
প্রশ্ন-৭. ফার্মেসি টেকনিশিয়ান (সি গ্রেড) কারা?
- বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক পরিচালিত ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরীক্ষায় উত্তীর্ণ সে সকল ফার্মেসি টেকনিশিয়ান।
- মাধ্যমিক (এস.এস.সি) বা স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল ও বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) কর্তৃক যৌথভাবে পরিচালিত ত্রৈ-মাসিক ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন র্কোসের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের অধীনে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন পরীক্ষায় উত্তীর্ণ হলে ফার্মেসি টেকনিশিয়ান হিসাবে নিবন্ধিত হওয়ার যোগ্য হবে।
প্রশ্ন-৮. আমি কি নতুন নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করতে পারি? এর প্রক্রিয়া কি?
- গ্রাজুয়েট ফার্মাসিস্ট (এ গ্রেড), ডিপ্লোমা ফার্মাসিস্ট (বি গ্রেড) এবং ফার্মেসি টেকনিশিয়ান (সি গ্রেড) এর নতুন নিবন্ধন, সনদপত্র সংগ্রহ এবং নবায়নের জন্য অনলাইনে আবেদন করা যাবে।
- আবেদনের পূর্বে অবশ্যই অনলাইনে আবেদনের সকল নির্দেশনাবলী যথাযথভাবে অনুসরণ করতে হবে।
- বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল এর ওয়েবসাইটে (http://www.pcb.gov.bd) প্রদত্ত অনলাইন অ্যাপ্লিকেশন ট্যাবে এই নির্দেশনাবলী বর্ণিত রয়েছে।
- অথবা সরাসরি নিম্নলিখিত লিঙ্কটি ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারেন: https://pcbapps.com.bd/application/panel
- অনলাইন আবেদনের জন্য মূল সনদপত্রগুলির সত্যায়িত অনুলিপি স্ক্যান করে অনলাইনে আবেদনপত্র পূরণের সময় নির্দেশনা অনুযায়ী সংযুক্ত করতে হবে।
- স্ক্যানকৃত প্রতিটি ফাইল পিডিএফ (pdf) ফর্ম্যাটে এবং আকার/সাইজ ১ মেগাবাইটের চেয়ে ছোট হতে হবে।
- এ ক্যাটাগরিতে নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট সকল কাগজপত্রাদি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রধান/চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।
- বি এবং সি ক্যাটাগরিতে নিবন্ধনের জন্য প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে।
- অনলাইনে সফলভাবে আবেদনের পর আবেদনকারীকে অবশ্যই আবেদনের ১৫ দিনের মধ্যে সকল মূল সনদপত্র, নম্বরপত্র, প্রয়োজনীয় আনুসাঙ্গিক কাগজপত্রাদি এবং অনলাইনে আবেদনপত্রের মুদ্রিত অনুলিপি (প্রিন্টেড কপি) এবং ফি জমার রশিদ (পেমেন্ট রিসিপ্ট) নিয়ে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলে স্বশরীরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট উপস্থাপন করতে হবে।
প্রশ্ন-৯. নতুন নিবন্ধন পেতে কত সময় লাগে?
- প্রায় ১৫ (পনের) দিন।
আরও দেখুন-
প্রশ্ন-১০. গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট (এ গ্রেড) হিসেবে নিবন্ধন সনদপত্রের আবেদনের সময় কি, কি কাগজপত্র জমা দেওয়া আবশ্যক?
- গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট (এ গ্রেড) হিসেবে নিবন্ধন সনদপত্রের জন্য অনলাইনে (http://www.pcb.gov.bd/) আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক নির্ধারিত ফি (অফেরতযোগ্য) প্রদান নিশ্চিত করা অবশ্যক।
- অনলাইনে আবেদনের সময় নিম্নলিখিত সনদপত্রের সত্যায়িত অনুলিপির (ফার্মেসি বিভাগের প্রধান/চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে) স্ক্যানকৃত পিডিএফ (PDF) ফাইল অনলাইনে আবেদনপত্র পূরণের নির্দেশনা অনুযায়ী সংযুক্ত করতে হবে, তবে প্রতিটি ফাইলের আকার/সাইজ ১ মেগাবাইটের চেয়ে ছোট হতে হবে :
- এসএসসি সনদপত্র
- এসএসসি নম্বরপত্র
- এইচএসসি সনদপত্র
- এইচএসসি নম্বরপত্র
- বি.ফার্ম সনদপত্র
- বি.ফার্ম নম্বরপত্র
- ইন-প্ল্যান্ট প্রশিক্ষণ সনদপত্র
- জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদপত্র
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই (০২) কপি রঙিন ছবি (ল্যাব প্রিন্ট)
- অনলাইনে সফলভাবে আবেদনের পর আবেদনকারীকে অবশ্যই আবেদনের ১৫ দিনের মধ্যে সকল মূল সনদপত্র, নম্বরপত্র, প্রয়োজনীয় আনুসাঙ্গিক কাগজপত্রাদি এবং অনলাইনে আবেদনপত্রের মুদ্রিত অনুলিপি (প্রিন্টেড কপি) এবং ফি জমার রশিদসহ (পেমেন্ট রিসিপ্ট) বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলে স্বশরীরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট উপস্থাপন করতে হবে।
প্রশ্ন-১১. ডিপ্লোমা ফার্মাসিস্ট (বি গ্রেড) হিসেবে নিবন্ধন সনদপত্রের আবেদনের সময় কি কি কাগজপত্র প্রয়োজন?
- ডিপ্লোমা ফার্মাসিস্ট (বি গ্রেড) হিসেবে নিবন্ধন সনদপত্রের জন্য অনলাইনে (http://www.pcb.gov.bd/) আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক নির্ধারিত ফি (অফেরতযোগ্য) প্রদান নিশ্চিত করা অবশ্যক।
- অনলাইনে আবেদনের সময় নিম্নলিখিত সনদপত্রের সত্যায়িত অনুলিপির (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে) স্ক্যানকৃত পিডিএফ (PDF) ফাইল অনলাইনে আবেদনপত্র পূরণের নির্দেশনা অনুযায়ী সংযুক্ত করতে হবে, তবে প্রতিটি ফাইলের আকার/সাইজ ১ মেগাবাইটের চেয়ে ছোট হতে হবে:
- এসএসসি সনদপত্র
- ডিপ্লোমা ইন-ফার্মেসি র্কোসের শিক্ষা সনদপত্র
- জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদপত্র
- অনলাইনে সফলভাবে আবেদনের পর আবেদনকারীকে অবশ্যই আবেদনের ১৫ দিনের মধ্যে সকল মূল সনদপত্র, নম্বরপত্র, প্রয়োজনীয় আনুসাঙ্গিক কাগজপত্রাদি এবং অনলাইনে আবেদনপত্রের মুদ্রিত অনুলিপি (প্রিন্টেড কপি) এবং ফি জমার রশিদসহ (পেমেন্ট রিসিপ্ট) বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলে স্বশরীরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট উপস্থাপন করতে হবে।
প্রশ্ন-১২. ফার্মেসি টেকনিশিয়ান (সি গ্রেড) হিসেবে নিবন্ধন সনদপত্রের আবেদনের সময় কি কি কাগজপত্র প্রয়োজন?
- ফার্মেসি টেকনিশিয়ান (সি গ্রেড) হিসেবে নিবন্ধন সনদপত্রের জন্য অনলাইনে (http://www.pcb.gov.bd/) আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক নির্ধারিত ফি (অফেরতযোগ্য) প্রদান নিশ্চিত করা অবশ্যক।
- অনলাইনে আবেদনের সময় নিম্নলিখিত সনদপত্রের সত্যায়িত অনুলিপির (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে) স্ক্যানকৃত পিডিএফ (PDF) ফাইল অনলাইনে আবেদনপত্র পূরণের নির্দেশনা অনুযায়ী সংযুক্ত করতে হবে, তবে প্রতিটি ফাইলের আকার/সাইজ ১ মেগাবাইটের চেয়ে ছোট হতে হবে:
- এসএসসি সনদপত্র
- ফার্মেসি সার্টিফিকেট রেজিষ্ট্রেশন পরীক্ষার প্রবেশপত্র
- জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদপত্র
- ড্রাগ লাইসেন্সের অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে)
- অভিজ্ঞতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
বিশেষ দ্রষ্টব্যঃ আবেদনকারী নিজে ড্রাগ লাইসেন্সধারী হলে অভিজ্ঞতার সনদপত্রের প্রয়োজন নেই।
- অনলাইনে সফলভাবে আবেদনের পর আবেদনকারীকে অবশ্যই আবেদনের ১৫ দিনের মধ্যে সকল মূল সনদপত্র ও প্রয়োজনীয় আনুসাঙ্গিক কাগজপত্রাদি এবং অনলাইনে আবেদনপত্রের মুদ্রিত অনুলিপি (প্রিন্টেড কপি) এবং ফি জমার রশিদসহ (পেমেন্ট রিসিপ্ট) বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলে স্বশরীরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট উপস্থাপন করতে হবে।
প্রশ্ন-১৩. ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির যোগ্যতা কি?
- ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে তালিকাভুক্তির জন্য যোগ্যতাসমূহঃ
- বয়স ১৭-৫০ বছরের মধ্যে;
- মাধ্যমিক (এসএসসি) বা স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
- বৈধ ড্রাগ লাইসেন্সভূক্ত ফার্মেসীতে চাকুরীর অভিজ্ঞতা;
প্রশ্ন-১৪. ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির জন্য আমি কোথায় বা কার সাথে যোগাযোগ করব?
প্রশ্ন-১৫. ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের মেয়াদকাল কত?
- কোর্সের মেয়াদকাল তিন (০৩) মাস। নির্ধারিত মেয়াদকালে প্রতি সপ্তাহে কমপক্ষে দুই দিন ক্লাস হয়ে থাকে।
প্রশ্ন-১৬. ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স সফলভাবে সম্পন্ন করার পর পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় কি?
- হ্যাঁ
- ফার্মেসি টেকনিশিয়ান (সি গ্রেড) হিসেবে নিবন্ধন/রেজিস্ট্রেশন পেতে উপরোক্ত পরীক্ষায় উর্ত্তীণ হওয়া বাধ্যতামূলক।
-পরীক্ষা অনুষ্ঠিত হয় 'মাল্টিপল চয়েস কোয়েশ্চেন' (এমসিকিউ) ফর্ম্যাটে।
- পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে উক্ত পরীক্ষায় পরীক্ষার্থীকে শতকরা ৫০ ভাগ নম্বর পেতে হয় ।
প্রশ্ন-১৭. পরীক্ষায় উত্তীর্ণ হলেই কি আমি ফার্মেসি টেকনিশিয়ান (সি গ্রেড) এর নিবন্ধন সনদপত্র পাব?
- না, নিবন্ধন সনদপত্র পেতে হলে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।
- ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন পরীক্ষায় উত্তীর্ণ হবার পর বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক নির্ধারিত ফি (অফেরতযোগ্য) প্রদানের মাধ্যমে ফার্মেসি টেকনিশিয়ান (সি গ্রেড) নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করতে হবে।
প্রশ্ন-১৮. ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের কোর্স ফি কত?
প্রশ্ন-১৯. রেজিস্ট্রেশন সনদের জন্য করা অনলাইন আবেদন বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক বাতিল, প্রত্যাহার বা অসম্পূর্ণ বলে প্রতীয়মান হলে নিবন্ধন ফি ফেরতযোগ্য হবে কী?
- না, ফি ফেরতযোগ্য নয়।
- বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক বাতিল, প্রত্যাহার বা অসম্পূর্ণ বলে প্রতীয়মান হওয়া রেজিস্ট্রেশন সনদের জন্য করা অনলাইন আবেদন ফিসহ পূর্বে প্রদানকৃত যেকোনো ফি অফেরতযোগ্য।
- অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত সকল আবেদন বাতিল বলে গণ্য করা হবে।
প্রশ্ন-২০. আমি কীভাবে নিবন্ধন ফি প্রদান করতে পারি?
- বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল পোর্টালে নির্দেশিত মোবাইল/অনলাইন ব্যাংকিং বা ব্যাংক ডেবিট/ক্রেডিট কার্ড এর যে কোনটির মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করা যাবে।
সূত্র: www.pcb.gov.bd-বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল
পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের ‘‘Facebook Page” লাইক দিয়ে রাখুন।
আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments